Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১০ মার্চ ২০২৫

প্রফেসর মো. আবদুল হামিদ

অধ্যক্ষের বাণী

 

একজন শিশু জন্মগ্রহণ করলেই মানুষ হয়ে যায় না। তার মেধা ও প্রতিভা বিকাশ ঘটিয়ে মনুষ্যত্ব অর্জন  করতে হয় । শিক্ষা প্রতিষ্ঠান হলো মেধা ও প্রতিভা বিকাশের অন্যতম স্থান। শিক্ষা প্রতিষ্ঠানে জ্ঞান- বিজ্ঞান, খেলাধুলা ও সংস্কৃতি চর্চার কল্যাণেই মনুষ্যত্ব ও মেধার সম্প্রসারণ ঘটে। আমাদের এ ঐতিহ্যমন্ডিত ছায়াঘেরা স্বপ্নময় শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা পরিপূর্ণ ও সমৃদ্ধ মানুষ হিসাবে গড়ে উঠে দেশ ও জাতিকে সার্বিক সেবা প্রদান করতে সক্ষম হবে বলে আমার বিশ্বাস। ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত এ কলেজটি দিনে দিনে ৮০০০ শিক্ষার্থীর মিলন মেলায় পরিনত হয়েছে। দেশ, সমাজ ও কর্মচাহিদার নিরিখে এখানে শিক্ষার্থীদেরকে হার্ড স্কিল এর পাশাপাশি সফ্ট স্কিলও দেয়া হয়। রোভার, বিএনসিসি ও রেডক্রিসেন্ট এর মত সংগঠনে মানবিক চর্চার সুযোগও রয়েছে। শিক্ষার্থীরা আইসিটি ক্লাব, রিডিং ক্লাব, পরিবেশ ক্লাব ও ডিবেটিং ক্লাব এর মত ক্লাব ভিত্তিক দক্ষতা অরজনের সুযোগ পাচ্ছে। উচ্চ মাধ্যমিক, স্নাতক (সম্মান) ও স্নাতক (পাস) ডিগ্রিসমূহ সুদক্ষ ও বিদগ্ধ শিক্ষকমন্ডলী দ্বারা সযত্নে পরিচালিত হচ্ছ।

এ শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যাবধি যারা বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখেছেন এবং রাখছেন তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। দক্ষ ,স্মার্ট ও মানবিক নাগরিক গড়ার মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে গৌরীপুর সরকারি কলেজ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ অগ্রযাত্রায় সকলের সহযোগীতায় কলেজটি দেশের একটি অনন্য শিক্ষা প্রতিষ্ঠানে পরিনত হোক-এ আমাদের প্রত্যাশা।

 

প্রফেসর মো. আবদুল হামিদ

অধ্যক্ষ

গৌরীপুর সরকারি কলেজ

গৌরীপুর, ময়মনসিংহ।